ক্যাটরিনা, অই নায়ে বোসো নাকো তুমি,
চড়ো নাকো নায়ে অই মাঝির সাথে,
নেমে এসো ক্যাটরিনা;
পূর্ণিমার ঝলসানো আলোময়ী রাতে!


নেমে এসো এই ঘাটে, কিনারায়,
নেমে এসো হৃদয়ে আমার;
ধীর হতে ধীরে- আরো ধীরে
মাঝির নায়ে বোসো নাকো আর।


কী করো মাঝির নায়ে? -- মাঝির সাথে!
ঢেউয়ের পরে ঢেউয়ে,
পাঞ্জেরীর মতো তুমি আজ,
তার জীবন নায়ে উত্তাল প্রেম আসে।


ক্যাটরিনা,
তোমার হৃদয় আজ প্রেমিকা,
যাত্রীবাহী নায়ে আর নেই কেউ-
ঢেউয়ের পরে ঢেউ।!


মূল কবিতা - আকাশলীনা
কবি- জীবনানন্দ দাশ।