মাঝে মাঝে একটা উদ্ভট প্রশ্ন আমার ভেতরে উঁকি মারে
আমি কি মানুষ না বৃক্ষ?
যদি আমি মানুষ হতাম-
ন্যায় বুঝতাম, অন্যায় বুঝতাম, নারী বুঝতাম, পুরুষ বুঝতাম,প্রেম বুঝতাম,কামনা বুঝতাম।
অথচ আমি এসবের কিছুই বুঝি না!
আমার ভেতরে দোজখের অনন্ত দহন
ঠায় দাঁড়িয়ে গলির মোড়ে,
সবুজ শ্যামল ছায়া, প্রতিবাদহীন এক অচিনবৃক্ষ।