টাকা-পয়সা চায়নি সঙ্গিনী
অতো স্বর্ণালংকার, অতো আসবাপত্র
চেয়েছিলো নিরেট কিছু প্রেম,
বিছানায় গা এলিয়ে
পাশে থাকা একজন মানুষ,  চেয়েছিলো
তাকে জড়িয়ে ধরুক, তার হৃদয় অতলে জমে থাকা সবটুকু ভালোবাসা খুঁজুক!


অট্টালিকা চায়নি সঙ্গিনী
অতো কাজের লোক, অতো প্রতিপত্তি,  অতো প্রাচুর্য!
চেয়েছিলো নিরেট কিছু প্রেম!


একটি দিশালাই কাটি
তাকে মোমের মতো জ্বালিয়ে গলিয়ে দিক এখনি, চেয়েছিলো
স্বামী ললাটে চুমু খেয়ে বলুক, তুমি আমার প্রিয় অর্ধাঙ্গিনী।


মূল কবিতা : নিঃসঙ্গতা
কবি: আবুল হাসান।