সকাল থেকে দাঁড়িয়ে আছি
                          গা ঘেঁষে টিসিবির লাইনে
যতই বলো ডিজিটাল দেশ
                                পেট ভরে না উন্নয়নে।


এ কথাটাই সহজ কথা
                            বুঝে না আজ সরকারে
গরীব দুঃখির আহাজারি
                             আহা উন্নয়নের ইথারে।


কে কাকে কেমনে বুঝায়
                     দেখতে পায় না যে দুচোখে
হায় রে আমার আর্তনাদ
                             নিত্য ঘা দাও বিবেকে।


মানিয়ে নিছি চাওয়া পাওয়া
                           দামের সাথে তাল মেনে
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
                      কার খাবার আজ কে কেনে?


জিডিপিও আজ মুখ থুবড়ে
                            আছড়ে পড়ে যানবাহনে
ঝুলে আছে অভাব আমার
                                 প্রযুক্তি আর উন্নয়নে।


মূল কবিতা: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
কবি: শঙখ ঘোষ