১৭ই মার্চ ১৯২০,
সপ্ত আসমান বিঁধে তুমি নেমে এলে ধরণীতে
মানুষ্য রূপে, দ্যা ফাদার অব ন্যাশন
বঙ্গের আকাশ তখনো পরাধীনাতার মেঘে আচ্ছন্ন
শোষণের শোণিত লকলকে জিহ্বা চ্যাটে মায়ের তুলতুলে নরম মাংসপিণ্ড
হঠাৎ তুমি কোমল পায়ে দাঁড়ালে শক্ত মৃত্তিকার বক্ষে
উপমহাদেশে এঁকে দিলে দ্বিজাতিতত্ত্বের সীমারেখা।


এরপর কত-শত উচ্চবাচ্য; জেল-জুলুম
তুমিও কথা বলতে শিখেছো মায়ের ভাষায়
তোমার গর্জনের স্রোতে লাঠিসোঁটা  সমেত বেরিয়ে এলো
এদেশের কৃষক, শ্রমিক ও স্বাধীনচেতা আমজনতা
উর্ধ্বমুখী তর্জনী বেয়ে উদিত হলো স্বাধীনতার রক্তিম সূর্য
লাল-সবুজের পতাকায় ভেসে উঠে একটি নাম; বাংলাদেশ!
একটি নাম, শেখ মুজিব
সেই থেকে ১৭ই মার্চ ১৯২০ একটি তারিখ নয়; একটি ইতিহাস।