নীল আসমানের মিরাকল রোদ
সিড়ি বেয়ে নেমে এসো বুকের জমিনে
বিরাম ধরায় পরাগায়ন হোক আমাদের নোনাজল।

কীসের শরম? দিয়ে দাও সিপিআর— থেমে আছে হৃদযন্ত্র
এ পৃথিবী এক অদ্ভুত হাসপাতাল ; চারিদিকে মুমূর্ষু রোগী
বিবেক এক মনুষ্য-পোড়া মহাশ্মশান অথবা ফিলিস্তিন।

কে পড়ে দেহের বায়োলজি-বুক খুলে— উচ্চস্বরে
কোন সে স্নায়ুপার টার্গেট করে ঊরুসন্ধি, ঠোঁটের তিলক
আমি কেবল পড়ে রয় রক্তশূন্যতায়; তোমার চোখের কারাগারে।