বুঝি আমরা কেউ কারো না,
তার পরও চোখের কোনে পানি ঝরে।
জানি মুছে যাবে স্মৃতির পাতা থেকে আমার নামটি।
রয়ে যাবো কারো না বলা গল্পের কায়িক চরিত্রে।
কাউকে বলা হবে না সেই গল্প, তাই কেউ জানবেও না।
হারিয়ে যাবো সময়ের অতল গহ্বরে,
ভেসে ওঠার সাধ্য নেই যেথা।
হয়ে যাবো অপরিচিত কেউ,
ভাগ্য যদি করে মুখোমুখি।
মুখটি তখন ঘুরিয়ে নিয়ে অন্য কারো কাঁধে হাত দিয়ে বলবে তখন কেউ,
" এদিকে কোনো কাজ নেই, চলো না ওদিকে যাই।"
তাও যদি না লিখে বিধি,
কিছুই বলার নেই।
বিশ্বাস করি না জন্মান্তরে,
তাই পর জনমে দেখা হবে ভাবতে পারি না।
হয়তো এটাই ছিলো শেষ দেখা।
ভালোবাসার  এক চিলতে আবির ছুঁয়ে দিয়েছিলো কেউ।
রাঙিয়ে ছিলো আমার সাদাকালো ডোড়া কাটা কয়েদীর পোশাকটি।
স্বপ্নে দেখিয়েছিলো উচ্ছল প্রাণবন্ত এক নতুন জীবনের।
হারিয়ে যাবো গহীন অরণ্যের গিরিচুড়ায়,
জীবনের আর্তনাদ শেষ বারের মতো চিৎকার করে মিলিয়ে দেবো বাতাসে।
কেউ শুনবে না।
কেউ শুনবে না।
একাকি জীবনে পাশে কেউ থাকবে না।
বুঝি আজ আমরা কেউ কারো না।
তার পরও ঝড়ে ফোঁটা ফোঁটা চোখের পানি।