হ্যাঁ আমি বেঈমান
---- আশা
আমি না হয় বেঈমান।
আমি তোকে তাই দূরে সরিয়ে দিলাম।
তুমইতো ভালো ছিলে।
একটা বার কি জিজ্ঞেস করেছিলে,
"আমার কিছু হলে তুমি তো পাগলের মতো হয়ে যাও। আমাকে ছাড়া থাকবে কি করে?"
আমি না হয় বেঈমান।
তোমাকে অনেক আজেবাজেই না হয় বললাম।
তুমি তো ভালো ছিলে।
প্রতি বারের মতো এ বার তো আর এক বারও বলো নি,
" মাইর চিনো? মাইর।"
আমি না হয় নিজের প্রতিবন্ধকতার দিক গুলো বড় করে দেখিয়েছি।
তোমারতো কোনো প্রতিবন্ধকতা ছিলো না।
দিয়েছো কি তুমি শান্ত্বনা?
একটাবারও শান্ত্বনা দাও নি।
আমি না হয় বোকা তাই কিছুই বুঝি না।
তুমি তো সবই জানো, তো যেখানে সাপোর্ট দরকার সেখানে সাপোর্ট না দিয়ে রাগ দেখাও কেনো?
আমি কি তোমার ছোটখাটো বা বড়সড় কষ্টের ব্যাপারে কখনো রাগ দেখিয়েছি?
না যথাসাধ্য সাপোর্ট দিয়েছি।
তো বেঈমান তাই তোমাকে সাগরে ফেলে দিয়ে গেলাম।
কিন্তু তুমি?
এক বারও কি বলেছিলে,
"আমাকে এভাবে রেখে যেও না। তোমাকে পেয়ে যে নতুন জীবন পেয়েছি তা তুমি নষ্ট করে দিও না।"
এক বারও বলো নি।
আরে তোমাকে ছাড়া আমি যে মহা সাগরে পরে আছি সেটাও কি ভাবো নি?
কি বলবো,  আমি যে বেঈমান।
আমি না হয় হাতটা ছাড়তে চেয়েছি।
তুমি আর একটু শক্ত করে ধরতে।
তুমি তো সবলই ছিলে।
আমি না হয় অভিনয় করেছি তাই দূর্বল।
ধরেছো কি তুমি?  
না ধরো নি।
আমি তো বেঈমান।
হ্যাঁ,  আমি বেঈমান।