তোমার ভালোবাসার রক্ত গোলাপের তিক্ত কাঁটা,
আমার হৃদয়ের ক্ষতে রক্ত জমাট,
সিক্ত আমার হৃদয় খাতা।
মুছে গেলো অগোচরে নামটি তোমার স্বপ্নে লেখা।
আমার স্রোত জোয়ারের পদ্মা নদীর চলার কালে প্রথম ভাটা।
আমার চূর্ণ হৃদয় অবহেলায় যায় নি মরে,
যায় নি মরে বেঁচে ছিলো তোমার নামে।
আমি হেটেছি একা একলা পথে, অন্ধকারে।
এক বুক ঘৃণা নিয়ে বেসেছি ভালো আপন মনে।
আমার মন মন্দিরে তোমার পূজা করেছিলাম দিনে রাতে।
তোমার ভালোবাসায় বরফ গলে হয়েছে নদী আমার বুকে।
বক্র নদীর বাঁকে বাঁকে রক্ত বয়ে,
তোমার ভালোবাসার বিষ পানে মরেছি বারংবার।
তবুও ভেবেছি হে প্রিয়, দেখা হবে আবার।