পান্তা নেই তো হাড়িতে আজ, সোয়ামী যাবে মাঠে।
পুড়বে রোদে কাটবে গো ধান চিন্তায় দিন কাটে।
শ্মশান শিখা বইবে মাঠে, নিঠুর সূর্য তাপে।
কিবা করিবো মন নাহি চায় তারে যাইতে দিতে।
নাইবা গেলে কি লাভ বলো ভাত কে দেবে পেটে।
গতো কাল এলো পা কেটেছে শামুক পায়ে বিধে।
তার আগে হাত কেটেছে কাস্তের আলে লেগে।
নিজেরে উজার করে যেগায় পেটে ভাত,
তারার তরেই কাটে আমার চিন্তায় দিন রাত।