ভালোবাসা কি?
যদি বলি গ্রীষ্মের গরমে হল্কা হাওয়ায় শীতল পরশ বললে ভুল হবে না।
হাজারো কষ্টের মধ্যে একটু ভালোবাসা পেয়েই মানুষ স্নিগ্ধতার পরশ পায়।
ভালোবাসা কি?
ভালোবাসা মানে ,
বৃষ্টি ভেজা কচু পাতায় হিরের টুকরো একটু খানি জল বললে ভুল হবে না।
সামান্য অবিশ্বাসের বাতাস
যেখানে সব শেষ করে দিতে পারে।
ভালোবাসা কি?
তারা ভরা রাতের আকাশ বললেও ভুল হবে না।
যেখানে সকল দুঃখ গ্লানি আর কষ্টের আঁধারেও মিটিমিটি আলো দিয়ে বাঁচিয়ে রাখে মানুষে স্বপ্নকে।
ভালোবাসা কি?
ভালোবাসা মানে ধ্রুব  তারা,
আঁধারেও পথ হারাতে দেয় না এ ভালোবাসা।
ভালোবাসা কি?
ভালোবাসা মানে একটি লাল গোলাপ।
হাজার কাটায় রক্তাক্ত হয়েই ভালোবাসা অর্জন করতে হয়।
ভালোবাসা কি?
ভালোবাসা হলো প্রেমিকের বুকে মাথা রেখে নিরবে ঘুমিয়ে থাকার একটু আশা।
ভালোবাসা কি?
ভালোবাসা হলো ঘুমের মধ্যে নিজের অজান্তে কাছের মানুষটার কাছে থেকে কপলে একটা চুমু একে নেওয়া।
ভালোবাসা কি?
ভালোবাসা হলো কালবোশেখি ঝড়।
ভালোবাসা হলো যুদ্ধ ।
জীবনটা যেখানে হাজার পরীক্ষার সম্মুখীন ।
ভালোবাসা কি?
ভালোবাসাই হলো জীবন বা মৃত্যুর কারণ।
মানুষ ভালোবাসার জন্যই বাঁচে,
ভালোবাসার জন্যই মরে।