বৃ-দৃশ্য, ঝাউ সমীপে চোখ রেখে চলে যাও
দৃশ্যের ভিতর দিয়ে অদৃশ্য হয় শরীর
প্রমত্তা মেঘ মাথার ভিতরে
সে-ই দৃশ্যের কারিগর
উদ্দাম উল্লাসে আঁকে আল্প তিগিন এর
ঘোড়া !


ঠিক তুমি, একই ট্রেন- হাতে খাতাপেন্সিল
বিসদৃশ বিন্যাসের চুল,
মনিজ ব্রেইড বিনুনি।
হায় কুন্তলকাহন !


একই আসা যাওয়া,
একই ট্রেনে মনোলিথিক ভ্রমন তুমি।


দেখ, চোখ বন্ধ করলেই অতীত
দূরগামী প্রমত্তা মেঘ
এবং সে ঝরে পড়বে এবং সে শস্য ফলাবে।