এই শতাব্দীতে উন্মোচিত হবে প্রত্যঙ্গসন্ধি উরুর এনাটমি, পঙ্কিল পিল

সমূলে প্রিয় ছাতিম যাবে নদীবাসে,
বৈধক্রসিংএ আটকে যাবে সাঁতার,  কুলপ্রবণ বাবলার সারি  

বাকল থেকে মুছে যাবে অক্ষর, অক্ষর না কাঠঠোকরার হোমওয়র্ক
আমাকে বাজাচ্ছে দোতারা, আশিরদশক শৈশব
প্রাসঙ্গিক বৃক্ষভাবনা ছায়ার ছবক পাতার রদবদল

এসব শিখতে শিখতে শিখে ফেলেছি আমি গণতন্ত্র-
তান্ত্রিক বিষায়াসয় মৈথুন, মুদ্রা, মৎস্য, মদ্য, মাংস  
রূপক অর্থে খুন এবং আমি শূণ্যে উড়ার ক্ষমতা লাভ করেছি

মানুষের মাথার খুলি হাতে করে নিজেকে ঘুরে বেড়াতে দেখেছি
এই শতাব্দীতে উন্মোচিত হবে তুমি, তোমার চোরাই ভেজাল !