দূর বন্দরের বিস্ময় ভরা, তাকে বলেছিলাম-
ভালো করে দেখো না তিল তনু গুল্মফুল ?

সে সমুদ্রের গল্প বলে-
যারা শোনে ডুবে যায় তার চোখে
নোনা ধরা হাত মুখগহ্বর, মানুষ বোবা হয়ে যায়।

আর সে নোঙ্গর করে যায় দুর্বোধ্য সেসব দেহে; যে জাহাজ বুঝি না আমি !