সুন্দর ফুল
সুন্দর পাখি
আকাশ সুন্দর
কাশফুল শাদা
সুন্দর সাদা মেঘ,
নদীর মোহময়তা...
এসব আমার ভালো লাগে না !


পীড়িত গোলাপ
শীর্ণ পালক
জীর্ণ পাখি
আচ্ছন্ন আকাশ
বিবর্জিত সবুজ
মেঘের কালো
ব্যথিতা এক নদীর গল্প
টানে আমাকে...


নীরবতারা আমার,
হায় নীরবতা-
ফুরিয়ে যেতে যেতে যেতে যেতে একটা বিন্দুতে এসে ঠেকে গেছে !


বেহালায় বুঁদ হয়ে আছি
সুর থেকে মুছে গেছি;
মুছে গেলেও চিহ্ন থাকে
এই কথা প্রচলিত-
আমিই অচল বরং
মুদ্রার মত এ পকেট- ও পকেট হয়ে
পড়েছি এন্টিক কালেকশনের থলের ভিতর !


মরিচাধরা পাঁজরের হাড়ে বনস্পতি সম্ভাবনার মত মিথ্যে আর হয় কিছু ?
মনে থাকে না আসলে আছি কিনা কোথাও !