তোমাকে দেখতে পাচ্ছি। বারান্দায় দাঁড়িয়ে আছো, হাতের মুঠোয় শিউলিফুল। উন্মাতাল শিশির। ফুলের দিকে মন নেই তোমার !
তোমার ভিতরটা দেখতে পাচ্ছি।


দজলার অববাহিকায় ফেলে আসা দিনগুলোকে বের করে আনছো। আঙ্গুলের করএ সহস্র গোলাপ, অস্পষ্ট ব্যাবিলন। দেয়াল থেকে খোদাই করা ঈগল নেমে আসলো ! পিছনে দাঁড়িয়ে গেল বল্লম হাতে রাজদূত এক !
তুমি যাদু করেছো পাখিটাকে ! ইশারায় কি কথা বললে পাখিটার সাথে ?


মৃত নাসপাতি গাছের দিকে সুনজর রেখে তুমি চলে যাও, আরো এক প্রত্নতাত্ত্বিক খননে।
শুকনো পাতায় সবুজ স্বপ্নেরা এসে রোপন করে যায় জুরাসিক যুগ।
রেলিংএ দাঁড়ানো তুমি, একটু একটু করে মিলিয়ে গেলে।


আমি দেখতে পাচ্ছি, একটি ছায়া- নেমে যাচ্ছে গুপ্তধন লক্ষ্য করে, আমারই পাজড়ের অন্ধকারে !
আমিও যে দেয়ালে খোদাই করা একটা জীবন, এই কথা মনে থাকে না !