নারীর পৌরাণিক না'তে আজীবন এক 'হ্যাঁ'
সিঁড়িঘরে 'না'এর গূঢ়ার্থ ছুঁয়ে এসেছে এই হাত একলক্ষবার
এখন হাত হকিকত জানে না'এর।
অন্ধকারে অনুপুঙ্খ হেটে আসলেন কে যে !
ধস্ত চুলে পুরোদস্তুর আঙ্গুল- সরিয়ে নিতে নিতে বললেন
সে আসেনি, দোষটা তাহার পা'এর !


আঙ্গুল ছুঁয়ে দিলে বৃষ্টিধারা ছোটোশাদা যুঁইফুল
আঙ্গুল ছোঁয়ালে সোনালি মাছ
চোখের অনেক দূরে, বিষাদের বন্দরে যার খোলা চুল
তার শাড়ির পাড়ে পরাবাস্তব এক গাছ।


বললাম থাকবে চিরকাল, তাকে
আজীবন ভালোবাসলাম পৌরাণিক এক না'কে !