বোটায় ফোটাতে চেয়ে কামিনী অথবা যে ফুল বিরহ পরবর্তী স্থিরতা আনে !
বিছানার কিংশুক, প্রকাণ্ড স্লিপিং পিল; আমি কী আকন্ঠ মজে যাব এই পৌষের হিমে ?


পাপড়ির ছল ফুটে থাকে- অবিকল; অবিকল পরস্ত্রীর মত !
সে আমার দ্বিতীয় বা তৃতীয় আত্মহত্যা !


"হেমলক শরীরের পর্যটনে নামে; নীলরং গিলে খায়..."
বোটায় ফোটালো অশোকের ভুল লাল, ভুল কমলা...
স্তন্য চেতনায় আগর আতর উড়িয়ে একইভাবে ডেকেছিলো শান্তাশবনম!