যখন ফুল শব্দটা লিখি - কাঁটাতারে জড়িয়ে যায় আলোকলতার ঘুম, জড়তার অঙ্গভঙ্গি।
নদী লিখলে - উড়ে আসে শঙ্খচিলের দল,
তুলে নিয়ে যায় মাত্রাবোধ, ঢেউয়ের তত্ত্বকথা !
সবুজ রক্তের উষ্ণতা তরজমা করতে করতে- শেষাবধি আমি ঘুমিয়ে পড়ি !
সুরের বিপর্যয় ভালোবাসা দিয়ে ঠেকানো গেলো না, বিনিতা
তোমাকে নিয়ে কোনো কবিতা নেই, চর্যার চর্চা নেই, ত্রিপদীছন্দের একটাও পয়ার নেই...