চোখের নিচের কালো'রা কেমন আছে ?
নখ কাটাটা শিখলে না এখনো
অনামিকার ক্ষতটা ?
চুলের মেঘে কপোতাক্ষপাড়ের চিল
এখনো কী হয়ে আছে সুদূরের আহবান !
নিদ্রাহীনতা আমিও বুঝি না
চলতে চলতে নদীর দিকে চলে যাওয়া...


ডিপার্টমেন্টাল শপগুলোর মত
কিছু অদ্ভুত পণ্য খুলে রাখে রাত
ঝিঁঝিঁ, ডাহুক, রাতচরা পাখিগুলো তখন মানুষের খুব কাছাকাছি চলে আসে !
জ্বরের ঘোরে প্রত্যেকবার একই স্বপ্ন-
তোমাকে নিয়ে যায়
ঝর্ণার পাশে ভাসমান এক পাথরের কাছে,
পাথর পৌঁছে দেয় তুষার পতনের দেশে-
স্বপ্নটা কেমন আছে?