ওরা পণ্যমুখি শিল্পের দিকে ঠেলে দিয়েছে
বঁধু আর বিরহতনূর দ্বিধা !
ওরা কবিতাকে আত্মস্থ করতে গিয়ে খুলেছে
নারীর ঘুঘুদেহ, অবগুণ্ঠনের ঘুম !


ওরা দরদালানএর ভিড়ে খামোখাই
খুঁড়ে চলেছে নদী,
কাককে সবুজ পায়রার তকমা দিয়ে উড়িয়ে দিচ্ছে !
নারীকে বলেছে নদী,
নদীকে মিথুনস্রোতঃতপস্যা !