এইভাবে শুকোতে দেয় ভেঁজা পাল- লাবণ্য বিলএ কেউ ?
রোদে হাত- মেলে-ছেলেবেলা বিনয়ী ঢেউকে করে কেউ ইশারা ?
নদী কী সহজে সরলরেখাকে পাত্তা দেয় ?
নারী ?


দেয়নি বাড়ীর ঠিকানা, জানায়নি কোনোকালে একান্তগোপন !


তবু ঢেউ- সরল; অবাক করে দিয়ে আসে মাসে মাসে ! ভিতরবাড়ি...
কুহক ভেঙ্গেচুরে ক'টা দিন আনত অধরে করে যায় শাপলার চাষ
নৌকার মাচালে বসে "শাপলার সাথে কি ফিসফাস ?"
ফিসফাস তুলে উজানে ভেসে যাও ?


শ্যাওলার সুগন্ধি- আমাদের শৈশব ঘুরে বেড়িয়েছে পুরো বিলপবন !
কিশোরী আদল
কচুরির ফুল
ফুটে থাকে দিন-জোসনার বিলজুড়ে
রোদে রূপকথা শুকোতে দিয়ে তুমি যাও ধোপাপাড়া, তেতুলবাড়ি...
বিলিয়ে শালুকের চিঠি-
বিলজুড়ে ফিরে যায় মায়া
আর শৈশব,
আমাদের স্কুলবাড়ি !
যদি মন বলে ভুল, ঠিকানা-নামের বানান,
মুছে দিয়ে লিখে নিও নিজ নাম, গোপন কথাটি....