খুন হয়ে যাচ্ছি। লাবণ্য- ছুরিতে কাটছে যাবতীয় একা থাকা ! ভিতরে বাড়ছে সমুদ্র উন্মাদনা ! অরূপে নেশা হয়ে গেলে খুনকে অস্বীকার করে শরীর ! ফানা'র রাত্রিতে তুমি শীব, পার্বতী; খোলো ধ্যান, রহিত রতির মুদ্রিত জলঘোড়া !