আমি নদীর এক ভাসমান কচুরিপানা
সারাজীবন ভেসেই চলেছি কখনো
যন্ত্রমানবের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছি
তবু কোত্থাও আমার ঠাঁই মিললো না৷
ঢেউয়ের তালে ভেসেছি কতো কাল!
শেকড়ে আমার ধরেছে পঁচন
উঠেছে দেহের অনেকটা ছাঁল
তবু আমি ছন্নছাড়া এক ভাসমান পাল৷
এক নদীর পরে ভেসে আর এক নদী যাই
কখনোবা নদীর পরে ঝিলে আমার ঠাঁই৷
নদীতে বাঁধা বাঁশে যদি একটু আশ্রয় পাই
অমনি জেলের জঞ্জালরুপে আশ্রয়টুকু হারাই৷
নদীর পাশে বাড়ির ঘাটে যেই একটু থামি
অমনি বধুর কলসির আঘাতে দূরে ভেসে চলি
এমনি করে কোন কূলে না মিললো ঠাঁই
আঘাতে অবজ্ঞায় সারাজীবন
ভেসে ভেসে বেড়াই৷