আবেগ একটা সময় বাদে উবে যাবে,
তার সাথে মিলিয়ে যাব আমি।
অস্তিত্ব আটকে রবে
অনুপস্থিতির বেড়াজালে!


তোমার দেওয়া ফুলগুলোর
শুকনো মড়মড় পলকে,
আর আমি থাকব না।
কখনোও কি ছিলাম?


ছিলাম কি,
অজস্র রাতের ভোর হয়ে যাওয়ায়?
মিষ্টি কথার স্মৃতি মুহূর্তগুলোয়?
হয়তো বা ছিলাম।
মাকড়সার জালের মত,
টিকে থাকার ভয়ে তোমায় আঁকড়ে ধরে।


যে মেয়েটিকে আমি চিনি না;
যাকে বিশ্বাস করা যাবে কিনা জানি না;
যার শুধু আমিই আছি প্রিয়,
এমনটা ভাবতে পারি না;
তার জন্যে;
তাকে হারাবার ভয়ে;
তাকে পাওয়ার প্রত্যাশায়,
আকাশে আলো নিভে এলেই
আমি চুপসে পড়ি।
নিজের মাঝে থেকে উবে যাই।
অঝোরে কষ্ট, ব্যর্থতা, দীর্ঘশ্বাস ঝরাই।
বীভৎস মৌনতায় ঘোলট হয় অস্তিত্বের চারপাশ।
একে ভালোবাসা বলা যায়?