চলে  ফিরেছি দিনের অস্তপানে
চরম বেদনাকে সঞ্চয়  করে,
নিষ্ঠুর নিয়তি আমাকে মুক্তি দিয়েছে
তাই হয়তো কোনদিন আসবে না আর ফিরে।
কোনদিন যদি তোমাতে আমাতে ভুল করে দেখা হয়
সুযোগ যদি করে দেয় এ ধরণী,
অশ্রুসিক্ত নয়নে বলতে পারবে নাহ্।
কেমন আছো তুমি?
কতকাল তোমায় দেখিনি।
ভুলকে যদি ফুলরুপে ফুটিয়ে তুলতে পারি
হয়তো  সর্বদুঃখের কিছুটা অবসান হবে,
যেখানেই থাকি না কেন বিশ্বাস করো
আমার আশীর্বাদ তোমায় সর্বদা ঘিরে রবে।
তোমার মাঝে রয়ে যাক অনন্ত সময়
যতটুকু আমি পেয়েছি বা পাবো সবটুকু এক করে
তবু ফিরে আসার আকুলতা জানায়
মরণের  আগে কিংবা পরে।