আমি ক্ষান্ত হয়েছি আমারই ভুলে
তুমি ধরলেনা কেন ভুল?
লাগিয়েছি গাছ বসন্তের আশায়
তুমি ফোটালেনা কেন ফুল!
খরচ হয়েছি বিশ্বাসে,ছুটেছি আশ্বাসে
খুজেছি পথের পরে,স্মরণে নিশ্বাসে।
তাকিয়েছি রোজ জানালার পানে
তুমি দেখাওনি তো এলো চুল!


আমার অনেক বিকাল কেটেছে একা
তাকিয়ে পথের পানে
কাপের চা তাই হয়েছে শীতল
উদাস আনমনে!
সময় পাইনি ফাগুনের কালে
একটু যে বসি জমির আলে।
আমার কেমন করে যে সময় কাটে
ভেবে পাইনি খুঁজে কুল
আমি খুজেছি তোমায় ধরবো বলে
কবে ধরবে আমার ভুল!