আবারও হাঁটবো দু'জন
❤️❤️❤️❤️❤️❤️❤️প্রেমের কবি আসিফ খান রানা


অনেকটা পথ হেঁটে এসেও,
হয়নি হাঁটা তোমার পাশে।
অপেক্ষাতে চেয়ে আছি,
থাকব জনম বারো মাসে।


পা দু'টোকে উঠিয়ে রেখেছি,
তোমার সাথে; হাঁটবো বলে বহুদুর।
গান লিখি তাই গভীর রাতে,
জ্যোৎস্নার আলোয় বাঁধি সুর।


বসন্তকে থামিয়ে আমি ,
রেখেছি এই বক্ষের মাঝে।
আসবে তুমি সে অপেক্ষায়,
রোজ বসে তাই সন্ধ্যা সাঁঝে।


আসবে তুমি জানি আমি,
হাঁটবো মোরা আবার দু'জন।
সেদিন-ফুঁটোবে যে ফুল; গাইবে পাখি,
নির্জন বনেও শুনবো কূজন।


আশা হবে না জানি বালুচর,
তোমার চক্ষু খোঁজে এ হাত।
চঁন্দ্রের আলোয় হেঁটে করব স্নান,
সেই স্বপ্নে ঘুমাই না তাই একটিও রাত।


তুমি ভাল করেই জানো প্রিয়,
তোমার সাথে সুদীর্ঘ পথ হাঁটবো বলে।
খালি পায়ে জুতো বিহীন,
চলি এখনো বাহির হলে।


সেই পথে আজ কতটি বছর,
তোমার কথায় রাখিনি আমার পা।
স্মরণে রেখেছি; সরণি করে,
হাঁটিতে হাঁটিতে বলে ছিলে তুমি যা যা।


বলে ছিলে জনম জনম হাঁটবে তুমি,
এ হাত ধরেই; আছে কী তা স্মরণ ?
ইহ ও পরো জীবন সঙ্গি হয়েই ,
হয় যেন মোর মরণ।


মরণ আমি চাই না বলেই ,
আজও বেঁচে আছি আশার শেষ তীরে।
জানি ফিরবে তুমি হেঁটে হেঁটেই,
মোর বাবুই পাখির খাসা ছোট্ট নীড়ে।


অপেক্ষা যে বড়ই মধুর,
আশা থাকে বেঁচে দীর্ঘকাল।
তোমার প্রেম আশি বছর,
থাক হয়ে মোর মাথার চাল।