****আমি অতি পাগল
                 তোমার সৌন্দর্যে নয়****


উপরের সৌন্দর্য খুঁজো না,
আমার ভেতরটাকে দেখো ।
আমি বাহিরের কালোকে করি না তুচ্ছ,
যদি ভেতরের আঁধারটা শুভ্র রাখো।


কাক কুচকুচে কালো ভ্রমর ন্যায়,
মুগ্ধ আমি তবুও তার কর্মে যজ্ঞে।
রাগ চরিত্রের সৌন্দর্য ফেরার বটে,
কিন্তু সেথায় ভুলের জ্ঞান রয়ে যায় অজ্ঞে।


যে পথে আমি চলি হেঁসে খেলে,
সে পথ; ধীরে ধীরে রুক্ষ সৌন্দর্যে কালি।
হাঁসাবো না; রাগাবোও না আর কাউকে আমি।
হৃদপিন্ডকে রক্তে ডুবিয়ে তাই হৃদয় করেছি খালি।


তবুও এ বিবর্ণ মানবকে অযথাই
রাগের রক্তে আর করিও না স্নান।
আমি তিল হতে তার সৌন্দর্য চাই না,
যদি সে তুমি; তুমিই থাকো না আমার প্রাণ।


আমি মাটিতে যখন রেখেছি দু পা,
চোখে দেখেছি সৌন্দর্য প্রকৃতির; ঘৃণা নয়।
আমি ভেতরের লালিত সৌন্দর্য ভালোবাসি,
চাকচিক্যের সৌন্দর্য করতে চাই না জয়।


হাঁ; যতোই অপবাদ দাও দিতে পারো,
আমি অতি পাগল;তোমার সৌন্দর্যে নয়।
ভালবাসি;বাসবো তোমাকেই যুগ যুগ,
ভালবাসা মোর চিরন্তন তুমি-তে, হবার নয় ক্ষয়।