#বদলে গ্যাছে
#-প্রেমের কবি-আসিফ খান রানা


যুগের হাওয়া, করেছে ধাওয়া।
আগে বাড়ি বানাতাম ইঞ্জিনিয়ার খুঁজে।
বদলে গ্যাছে সব, পাখির কলরব।
এখন ইঞ্জিনিয়ার জমির জন্য; পয়সা মালিক কে দেয় গুঁজে।


যায় না ধরা, বাজার খড়া।
আগে মানুষ রাখতো যাহা খুঁতে।
অদৃশ্যের বাজার, মেলে হাজার।
এখন পয়সা থাকে বাক্স বন্দী বুথে।


যার ছিলো কড়ি, সেই ছিল পরী।
আগে চাঙ্গি ভর্তি বাজার আসতো রোজ।
নেই মূল্য, এক চুল্লো।
এখন হাজার টাকায় ব্যাগ ভরে না; হয় না ভালো ভোজ।


হাটের বাজার, আনন্দ হাজার।
সপ্তাহে মিলত সবে-হরেক পদে; বাজার হতো ভেজাল মুক্ত টাটকা।
এখন মাসের শুরু, সবাই গুরু।
দিন আনতে পানতা ফুরোয়, পাতে জোটানো ভাঁড় এক টুকরো জাঁটকা।


ঘর ভর্তি , ছিলো ফুর্তি।
হই হুল্লোড় গ্রাম বাঙ্গলা; অর্থের দম্ভে ছিলো না কেউ পরে।
জীবন একাকীত্ব, নেই কোনো চিত্ত।
আজ অর্থের কাছে তাই, আদিম ভালোবাসা গ্যাছে মরে।


ছিলো সম্প্রীতি, নানান রকম স্মৃতি।
ঘরে ঘরে দন্ধ হলেও রাখতো খোঁজ- চুলো র উপর গড়িয়েছে কী হাঁড়ি?
একই ছাঁদে, কেউ না কাঁদে।
আজ ভাইয়ে ভাইয়ে মুখ দেখে না ; থেকেও এক-ই বাড়ি।
আগে খোলা হাওয়া, যেতো খুব পাওয়া।
হাত-পা ছুঁড়িয়ে; মনকে উড়িয়ে, খোলা মাঠে হতো নানা সন্ধি।
বদলে গ্যাছে, জগত প্যাঁচে।
নিজ হাজতে ; স্ব-জ্ঞানে মানুষ এখন - হাতের মুঠোয় বন্দী।


মোড়কে র ডাকে, ছুটত বাঁকে।
সূর্যকে ধরিয়া;কর্জ করিয়া,বেলা শেষে কর্তা বাড়িতে ফিরত।
রাত হলো সঙ্গী, কতো শত ভঙ্গি।
এখন দিন যেন বিভোর ঘুমে রাত্রির করে প্রতিনিধিত্ব।


তখন শিকড় ধরে; ছিলো পরে।
ছিলো সমাজ সভ্য স্বচ্ছ  প্রকৃতির ন্যায় ভালো।
আজ অতীত ভুলে, দাঁড়িয়ে কূলে।
অট্টালিকার পাহাড়ে; আড়াল হয়েছে সভ্যতার আলো।


সত্যের ঘোরে,মিথ্যে যে পোড়ে।
সে আদর্শের মহাকাব্য গ্যাছে হারিয়ে।
সততার সত্তা, যেন আলু ভর্তা।
মিথ্যের গলাবাজি দুর্নীতি ; দেখি স্বচক্ষে দাঁড়িয়ে।
ছিলো না’ক গাড়ল, সহজ সরল।
বিপদে পাশে;বন্ধুর মতো আসে, শত্রু ও যেন পরম মিত্র !
তাকায় না আর হেয়ালে; চলে যে যার খেয়ালে,।
পথে দেখিলে ই বিপদের ঘটা; দেয় পিছু হাঁটা, এই-ই সমাজের চিত্র।