কবিদের চেনা সহজ
💘🥰💕


মানুষ চেনা সহজ কিন্তু, আলাদা করা জলের ন্যায় কঠিন কাজ।
সমালোচনা বহুগুণে সফলতা এনে দেয় মুকুটের তাজ।
কবিরা উদাসীন কাব্যিক ছন্দে, তাঁদের চেনা যায় লম্বা চুলে।
সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসে লেখক হন কোনো চরিত্রের ভুলে।
কবি আসিফ বলে- যাহা আজ লিখিয়া রাখিবে তাহাই সম্পত্তি।
তুমি বাচিঁবার তরে; অন্যের ধরে,রাখিবে না কেহ মনের পাহাড়ে এক রত্তি।
অর্জিত জ্ঞান; না করিলে দান,সহসা মগজ হবে ক্লিন।
তাই নিজ স্বত্ব;জ্ঞানে করো লিপিবদ্ধ, তুমি অমর; হবে না বিলীন।
কবিরা উদাসীন কাব্যিক ছন্দে; ব্যক্তিত্বের কেন্দ্রে নয়।
তাঁরা উদাসীন চিত্তে, কাব্যিক নৃত্যে,ধরণী করিতে পারে জয়।
বিরহের বন্ধন;ভেতরের ক্রন্দন, বৃষ্টির ঝিরি জলে কাক ভেজা  ভিজালো।
অনলে পুড়িয়া  মাসকে মাস; হয় ক্রোধের বহিঃপ্রকাশ, কাব্যে তা ঝাঁ ঝাঁলো।
প্রেমের রঙিন রঙে, প্রকৃতির ঢঙে, মাধুর্য পায় প্রেম প্রজ্ঞা।
প্রেম অন্ধের গর্তে; যদি প্রশ্ন বিচ্ছেদের শর্তে, তবে প্রেম অবজ্ঞা।
কবিরা সবই পারেন উদাসী মনে - সহস্রাধিক স্বত্বার মিলন ঘটাতে।
কবির অগ্নি ঝরা কাব্য হয়েছে কত অত্যাচারী জালিম হটাতে।