অভাবের মর্ম কথা
## প্রেমের কবি আসিফ খান রানা  ##


প্রতি দিন যারা;রোজগার এ দেয় সাড়া,
তারাই আসল নবাব।
মাসের যা আয়; না বুঝিলে ব্যয়,
ঘোচে বে না অভাব।
অর্ধেক মাসে;পকেট যদি কাশে,
চলে - ধারদেনায় দিন যাপন।
থাকলে ভর্তি; চলে ফুর্তি,
সবাই তখন আপণ।
অর্থের শর্তে ; পড়ে মহা গর্তে,
যারা আছেন বন্দী।
সংসারে সঙ্গ; হয় যদি ভঙ্গ,
চুক্তি তে হয় না সন্ধি।
করিয়া ভুল ; দিও না'ক ফুল,
সে ফুলে নির্ঘাত থাকে কাঁটা!
যে আনে; সে-ই জানে,
কখন বয় - নদী জোয়ার ভাটা।  
যদি চাও নড়তে; হবে তবে ধরতে,
যা ইচ্ছে র বাহিরে।
রুজি যার রোজকার; তার কিসে দরকার?
অভাব তো ঘরে তার নাহি'রে।
খাবার স্বাদে নুনে;কর্ম ভালো গুণে,
ওজন নিও না পদের পাহাড়ে!
যা ধরিয়া হাঁটো;তা করিও না খাঁটো,
ক্ষুধার্ত বোঝা যায় আহারে।
যেখানে রাত; সেখানেই কাত,
যার বোধগম্য নয় এ স্ব ভাবে।
শোনালে ও কোরআনের ফিতা,সব যাবে বৃথা।
পূর্ণতা আসবে না অভাবে!
জ্ঞান চক্ষু মেলিয়া; ধরিলে না হেলিয়া,
কাটবে জীবন আঁধারে ই রবির।
না আসিলে বোধে; জ্বলিয়া ক্রোধে,
তবে বৃথাই এ লেখা  প্রেমের কবির।