❤ বিয়েটা করবি কবে ?💓


বিবাহ স্বর্গ নরক কোনোটাই নয়,
এটি কেবল শোধনের ব্যবস্থা ।
বিয়ের মূল লক্ষ্য একই রকম;
ভাবা নয় বরং একত্রে ভাবনার আস্থা।

সঠিক ব্যক্তির সন্ধানে আবদ্ধ হতে,
বিবাহ কিন্তু বয়স সম্পর্কে নয় !
বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনা;
অভিজ্ঞতার কাছে আশার জয়।


বিবাহ নারীর জন্য সাধারণ একটি জীবিকা।
যদি তাই ভাবো-বিবাহ হচ্ছে প্রত্যাশার মরন।
আমি বলবো ধারণাটা ভুল- দাম্পত্য একটি আর্ট।
বিয়ে রোমাঞ্চকর উপন্যাস-যা পাল্টে দেয় জীবনের ধরন।


স্বামী স্ত্রী হল মুদ্রার এপিঠ-ওপিঠ,
হাত বদল হলেও কেউ কাউকে ছাড়ে না।
বিবাহ অনুরাগী বন্ধু হওয়ার অনুশীলন,
দুর্ভাগা সেই;যে বন্ধুত্বপূর্ণ মনোমুগ্ধকর এ সম্পর্কের ধারে না।


ভালোবাসা অন্ধ, কিন্তু বিয়ে-সত্যিকারে ভালোবাসা।
একা জীবনের কোন অর্থ নেই; শুধু মঙ্গা আর মঙ্গা!
একাকীত্ব সঙ্গের অভাব নয়, বরং অভিপ্রায় প্রেমহীন বাঁচা।
আছে জীবন সঙ্গীর মধ্যে আসল বন্ধুত্বের ভালো সংজ্ঞা।


স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতাটা ঠিক তার উল্টো!
কেউ মনের মত হয় না, মনের মত করে নিতে হয়।
সুতরাং আবারও বলছি-বন্ধু, বিয়েটা করবি কবে ?
সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।