মাতৃগর্ভই যেনো পবিত্রতার নাম
সে পবিত্রতা আর মিলে না কোনদিন
চারপাশের সব নাপাকের মাঝে
মায়ের আঁচলেই পবিত্রতা খুঁজি প্রতিদিন।
মায়ের আঁচল যতো ময়লাই হোক
তার ছায়াটি থাকে মধুর
জগতের সব আবর্জনার মাঝে
নিজেকে আর টিকানো যায় কতদুর?
মায়ের শরীরে পুঁজ বইলেও
সেই মা থাকে পবিত্র
একটিবার যদি ছুয়ে দেখো
অনুভব হবে সেই মন্ত্র।
নারী বেয়ে তার রক্ত-পুঁজে
শরীর যেহেতু এসেছে
তার গর্ভেই তাহলে কেবল
পবিত্র সময় কেটেছে।
নাপাকের মাঝে পাক শেখালো
যেই মা এতোগুলো দিন
ইচ্ছে করে তার গর্ভে আবার
কেটে আসি দশমাস দশদিন।