প্রিয়তমা যেই বউকে রেখে
রুজির পিছনে ছুটি
রান্নাঘরে সেই লক্ষীটি
ধোয় আমার থালা-বাটি।
নিজের রুচিতে ঘর গুছিয়ে
সব করে দেখাশোনা
হাতভরা যেনো জাদু থাকে তার
করে রাখে মজার রান্না।
ভালোবেসে সে যত্ন করে
তাই হয়তো হয় মজার
সে কখনো যায় না ভুলে
যত্ন করতে আমার।
দিনের শেষে সঙ্গ পেলে
খোলা মনে কথা বলবে
সারাদিনের সব পরিশ্রম শেষে
তার প্রেম আমার জুটবে।
বাবার বাড়িতে এতো আদর তার
তাওতো দুদিন থাকে না
আমার সংসার ফেলে নাকি তার
কোথাও আর মন টিকে না।
সাধ্যমতো যাই কিনে আনি
তাই খেয়ে থাকে খুশি
কোন চাওয়া যদি পুরন না হয়
তাও থাকে মুখে হাসি।
তার ত্যাগ যেনো ঘরের মাঝে
ফুলের মতোই ফুটেছে
সে যেনো ঘরের মধ্যমনি
আমাকে পূর্ণ করেছে।
তাইতো তাকে ঘরে ফেলে যখন
আমি চলে যাই কাজে
তখনও তাকে ভেবে যেনো মন
পরে থাকে ঘরের মাঝে।