আমার রাজাধিরাজ
তোমাকে দেখে, পৃথিবী থেকে লাফিয়ে
পুকুরে পড়েছি কতোকাল, মহাকাল
বকে যায় ভুলবাল।
তিতাস, আমার আমি নাই।
আর কবিতা, ঝিলের জল হয়ে ভিজিয়েছে
আমার অন্তর।
মাঠে ঘাটে হাটে ভাঙা গড়ার
মন্ত্র পড়ে জাগাচ্ছি, ভেতরের আদি মানব।
জোড়াসাঁকোর দু'চোখে ছিল না, কুদালকাঁটার বাঁক;
আমি মানুষ নয়; প্রাণী হয়ে আছি, নির্বাক।


প্রকাশিতঃ ১৩.০১.২০১৭ দৈনিক পূর্বদেশ।