তোমার দুচোখ সবকিছু জানে
প্রতিদিন তোমাকে নিয়ে একবার হলেও চোখসমুদ্রে নামি
সাঁতার কাটি, ঘুরতে যাই উত্তরবঙ্গের প্রবেশদ্বার
নির্জন রাতে রবীন্দ্রনাথের মলয় বাতাসে ভেজাও
আমার অন্তর। রাতের সুখ পাখির মতো উড়ে আর
হৃদয় গলে গলে আমাদের বুক শীতল হয়, ঊর্ধ্বগামী
                                তারপর তুমি কবিতা হয়ে যাও


জানি আমাদের কোনো দিবস রচিত হয় নাই
শুধু বিষাদের নীল অন্ধকারে পুড়িয়েছি শরীরের তাপ
বকুলের বনে সেই তাপ ছড়িয়ে দিয়ে চুমু খাই
হেমন্তের গল্পে জেগে থাকে তোমার আমার নিদ্রা ভাব


চলো তোমাকে নিয়ে সূর্যস্নানে যাব, গাইবো সাম্যের গান
বিস্মৃত বেদনা ভুলে আনন্দের অন্তরালে
তোমাকে করব পুনর্নির্মাণ



#১০ ডিসেম্বর ২০২২ দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত