‘ মা ' – ছোট্ট একটা শব্দ ,
কিন্তু কি বিশাল তার পরিধি !
এর বিশালতা সুনীল আঁকাশ কে হার মানায় ।
মায়ের স্নেহ-মমতার কাছে হার মানে কালবৈশাখীর ঝড় ও।
যার মুখের দিকে তাকালে ভোলা যায়
মনে জমে থাকা হাজার কষ্ট ।
তিনি আমাদের গর্ভধারিনী ৷
মায়ের হাসিতে উতপ্ত মরু হতে পারে সবুজের গালিচা ।
মধুর ডাক মা ।
যার ভালোবাসা কখনো ফুরোয় না ।
আল্লাহ এর শ্রেষ্ঠ নেয়ামত ।
হতভাগ্য সে , যার মায়ের স্থান হয়
বৃদ্ধাশ্রমে ।