অবাধ্য কিছু স্বপ্ন ।
গন্তব্যহীন পথ
নিকশ কালো অন্ধকার রাত ।
জোনাকির মিটিমিটি আলো ।
দীর্ঘ পথ ।
শেয়ালের ডাক , বাঁশ বাগান ,
রাত জাগা পাখি ।
শশান ঘাট ,
ক্লান্ত কিছু সময় ।
মেঠো পথ ,
অভিরাম আলোর পিছনে ছুটে চলা ।
এমনি এক পথের পথিক মনে হয় নিজেকে ।
অবাধ্য কিছু স্বপ্ন ।
গন্তব্যহীন পথ
নিকশ কালো অন্ধকার রাত ।
জোনাকির মিটিমিটি আলো ।
দীর্ঘ পথ ।
শেয়ালের ডাক , বাঁশ বাগান ,
রাত জাগা পাখি ।
শশান ঘাট ,
ক্লান্ত কিছু সময় ।
মেঠো পথ ,
অভিরাম আলোর পিছনে ছুটে চলা ।
এমনি এক পথের পথিক মনে হয় নিজেকে ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩টি মন্তব্য এসেছে।
মন্দনা !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.