পশ্চিমের আকাশে চলছে উত্তরের মেঘেদের নৃশংস উৎসব
গগন মাতিয়ে কালো আবিরের মাখামাখি
স্থান দখলের সংঘাতে সদ্য জন্ম নেওয়া
আতুর মেঘেরাও ব্যস্ত
হুংকার গর্জনে নিত্য ডাকা ডাকি ।
.
বিদ্যুতের অবাধ্য ঝলকে ঝলসিত
আকাশের  চোখে ক্রন্দন
জানিয়ে দেয় বৃষ্টির আনাগোনা
প্রকৃতির হঠাৎই এহেন রূপান্তর
খোদ ঈশ্বরেরও ছিলোনা জানাশোনা ।
.
নিস্তব্ধ পরিবেশ ডেকে আনে নিরবতা
বাতাসে ভেসে আসে নরকীয় গন্ধ
অসহায় প্রানী কূল নিরব দর্শন
দেখবে প্রকৃতির সাথে অশুরের দ্বন্দ্ব।
.
ভাঙ্গবে ঘর সাজানো সংসার
শত বছরের বৃক্ষটাও হবে উৎখাত
কাঁটা ঘাঁয়ে নুন ছিটাতে বজ্ররাজ
ছুড়বে বিষক্ত তীরের বজ্রপাত ।
.
বানের জলের ন্যায় ধেয়ে আসা প্রাগঐতিহাসিক অন্ধকারে সয়ং প্রকৃতি দিশেহারা
দিশেহারা মাঠ বন  পাখী
বুঝতে রইল না বাকি
ঐ এলো বুঝি কালবৈশাখী ।