বেলি ফুলের গন্ধ আজও মাতাল করে
মনে করিয়ে দেয় সেই আলিঙ্গন
তোমার জোয়ারে ভরা নিশ্বাস
সমুদ্রের ঢেউ এর ন্যায় বারে বারে আছড়ে পড়ছে আমার কাঁধে,
খোঁপায় বাঁধা বেলি ফুলের মালা আমার নাক ছুঁই ছুঁই ।
বাতাসে পাহাড়ি মেঘের গন্ধ
বৃষ্টির জলের ন্যায় নিজেকে সপে দিলে।
জানি কিছুটা ভয় বাসা বেঁধেছিল তোমার চোখে
কিন্তু ভুলে গিয়েছিলে আলিঙ্গনের সুখে ।
স্বর্গীয় স্বপ্নের ভেলায় দু জন দু জনকে স্পর্শ করে আছি অনন্তকালের নেশায় ।
সময়ের বজ্রপাতে আজ সবই স্মৃতির পাতায় ।
কখনো ভাবিনি, না কখনোই নয়
সময়ের সাথে সাথে মনের পরিবর্তন
পাল্টে দিতে পারে তোমাকেও ,
কুসুমের মতো কোমল মন রূপান্তরিত হতে পারে পাথরে ।
সময়ের পরশ পাথর,বদলে দিলো তোমাকে ।পাল্টে গেলে তুমি।
রেখে গেলে আমায় একাকিত্বের প্রেমে ।