স্বপ্ন মেঘে বৃষ্টিতে ভিজে মন পাড়ি দেয় বসন্তে
অচিন পথে গন্ধ ডাকে চলে আয় আয় অনন্তে ।
রোদের সীমা ছাড়িয়ে গিয়ে হারিয়ে গিয়ে দিগন্তে
পাখির দলে নাম লিখিয়ে মন ছুটিয়ে সীমান্তে ।


যৌবন আজ লাগাম ছাড়া বিশ্ব টাকে জানান দে।
নীল আকাশে মেঘের রথে কাটবে সাঁতার আনন্দে ।


পুড়িয়ে ভীতি ভূতের রীতি স্বপ্ন জয়ের মন্তরে
কাটবে সকল পথের কাঁটা একরোখা মন যন্তরে
ইচ্ছে পথে মেলবে ডানা সাহস গেঁথে অন্তরে
মিলেমিশে নীলে একাকার হয়ে সোনালী সাগর প্রান্তরে ।


দেশ ছাড়িয়ে বন পেরিয়ে সাত সমুদ্র বন্দরে
আনবে খুঁজে স্বর্গ নরক জল কদমের গন্ধরে ।


হাসবে হাসি সবার মুখে পুড়িয়ে সকল কষ্টরে
অঙ্কুরে ঝরে গুপ্ত মেধা হবেনা আর নষ্টরে
উঠবে আবার নতুন রবি হাচন লালন গোষ্ঠরে
চোখ বুজে থাকা অন্ধ লোকে দেখবে আলোক স্পষ্টরে ।


নতুন স্বপ্ন নতুন চোখে খুঁজবে সাগর অষ্টরে
অবাক চোখে দেখবে লোকে নবীন রবির স্পর্শরে ।


অধপেটা শিশু বালক বৃদ্ধ কাঁদছে যারা একান্তে
সেবার ডালি সাজিয়ে  পথিক করবে সেবা অক্লান্তে
জয়ের নেশায় পথের দিশায়  ভাসিয়ে তরী অজান্তে
মাতবে সকল নতুন কুড়ি নিত্য গানে অশান্তে ।


নবীন মাঝি বাইবে তরী দেশ থেকে দেশান্তে
সোনার তরী ভরিয়ে দিয়ে  বাঁচবে যুগ যুগান্তে ।