একটি স্থির দেয়াল
একটি গতিশীল দৃশ্য অপেক্ষা শ্রেয়,
তাতে বরঞ্চ কিছু আঁকা যায়
জলরঙে ছাপা যায়
কিছু আবেগ মাখা যায়,
কিছু ভাবনার স্থান দেওয়া যায়
তাতে নিজেকে পাওয়া যায়।


তবুও সময় কাটার পাতা ভরে
কেবল কিছু যান্ত্রিক জীবনকথা
অতীত হয়ে রয়ে যায়,
কিছু ধ্রব হয়ে বেচে রয়।


কল্পনা সেখানে ছাপে রূঢ় হয়ে
একটি গতিশীল দৃশ্য হয়ে
একটি ভাবনার বাধা হয়ে।