অনেকদিন বলা হয় নিই, কেমন আছি?
ভাল আছি, 'কি মন্দ আছি
সুখে আছি, 'কি দুঃখে আছি।
অনেকদিন বলা হয় নিই,  কেমন আছি?
ভাল কিংবা মন্দ, কেমন আছি?


অনেকদিন সে নদীতে ডুব দেই নিই
যে নদীতে জল বেড়েছে গোপনে গোপন,
অন্ধকারে টের পাই নিই
আজ সে নদীতে ডুব দিয়েই তলিয়ে যায়,
তলিয়ে যেতে যেতে
ঘুমিয়ে যায় আর ভাসি না।


অনেকদিন তাই বলি না, কেমন আছি?
ভাল আছি, 'কি মন্দ আছি
সুখে আছি, কি দুঃখে আছি।
কেমন আছি?


জানলায় বাতাস নেই,
বাতাসে গন্ধ নেই ; তোমার গন্ধ।
তাই আর জানলা খুলে দেখি না;
কেমন আছি?
ভাল আছি, 'কি মন্দ আছি
সুখে আছি, 'কি দুঃখে আছি।