সময় হারিয়ে যাচ্ছে নিখিলেশ,
গত জন্মের ঘুমে আজন্ম স্বপ্ন লাগছে নিখিলেশ;
সেই কবে একবার এসেছিলে, 'বললে থাকবে ক'টাদিন।'
বললে, 'পৃথিবী ভুলে যাচ্ছে পথ
নারীর লাল টিপে হারিয়ে যাচ্ছে কক্ষপথ।'


টেবিল থেকে একটা কাগজ নিয়ে
কি জানি আঁকিবুঁকি করে লিখলে,
আর বললে, 'মানুষ বড় কাঁদছে।'


আমি সেদিন তোমার চোখেও জল দেখেছিলাম নিখিলেশ।
বলেছিলাম, 'আমাদের উল্কামুখী জীবন,
কক্ষপথের মায়া, আত্মকেন্দ্রিক ছায়া
আত্ম-দহনে বিনাশ সে হবেই।'
তুমি বরং এবেলা ঘুমোও নিখিলেশ,
গত জন্মের ঘুমে; এজন্ম স্বপ্ন লাগছে নিখিলেশ।