মৃত্যু! তুমি আজ অন্ধকার নিশিতে
মৃতের হাড়ের ছা'য়েতে বন্দি
কোন এক নরপিশাচের
মস্তিষ্কহীন খুলি কিংবা সিগারেটের এস্ট্রে।


মৃত্যু! আলোতে কেন এত ভয়?
মৃত্যু! অন্ধকারে কেন এত কান্না?
মৃত্যু! তোমাতে কিসের এত অহংকার?


শুকতারা কি ফেরেনি ঘরে?
রাতের ধোয়াতে কি বন্ধ হয়নি নিশ্বাস?
তবু কেন থামেনি কান্না,
হতাশা কিংবা ইস্কপিস্টের তকমাজি?


শেষ সিগারেট চুম্বনেও কি মেটেনি তৃষ্ণা?
তবু কেন পিছু ছাড়ে না সে,
ককিলের ডিমেই কি তবে কাকের মিথ্যে সংসার?


আর তাই অন্ধকারের স্বপ্নে গুলিয়ে ফেলার চাই অধিকার;
নয়তো দাও শুধু অন্ধকার আমাবস্যা
কিংবা মৃত্যু নামের কোন মিথ্যাকে।