উত্তরাধিকার সূত্রে আমার পাওয়া একটা মেঘলা আকাশ,
আর জুতো-জামা, ময়লা টিশার্ট ছাড়া আর কিছুই ছিল না।
এবেলায় তাই কড়া রৌদ্রে হেঁটে গিয়েছিলাম বহুদূর
এরকম ঘর ছেড়ে ছুটে চলা আমার পুরনো অভ্যাস।
তোমরা এখন বলতে পারো এরকম ছুটে চলে কি পেলাম?


কখনো ভেবেছো কি, দিগন্তের দিকে ছুটে চলা মেঘ কি চাই?
কি বা চাই এ সাদা কালো সময়ের আবর্তন?
দিনান্তরে একটি পাখি তাই শুধু গান গেয়ে যায়
নিকোটিনে ভরা ফুসফুসে সে, গল্প বুনে যায়।


আমি গল্পে আবার গিয়েছিলাম মানুষের জনসমুদ্রে।
আমার রাগ-ক্ষোভ-দুঃখ, আমার প্রেমিকার চোখের জল,
কাঁদোকাঁদো কন্ঠে বলে চলা স্বপ্ন সমুদ্রুর
আর কিভাবে বললে বুঝবে, বাস্তবতার দুয়ার ছিল বন্ধ।


বাস্তবতা যেখানে দুয়ার করেছিল বন্ধ, কল্পনায় সেখানে আমি ছিলেম অবাধ্য। এ বেলায় তাই দিগন্ত ছেড়ে পাখা মেলেছি শূন্যে,
বন্য হয়ে হারিয়ে চলছি মহাশূন্যে।