অঙ্ক ৮,অঙ্ক ৯ কে,জোরে মারে এক  চাটি। চাটি খাইয়া,পইড়া গিয়া,৮ এর ভাইঙ্গা গেল,পা দুটি।
৮,৯ কে বলিল,"আমাকে মারিলে কেন ভাই?আমি তো কোনো রকম অপরাধ-ই করি নাই।"
৯ বলিল,"আমি তোমার বড়,তুমি গিয়া এখনই ৭ কে আঘাত করো।"
৮,৭ কে আঘাত করিল;৭ পাইল চোট।
আঘাত পাইয়া অঙ্ক ৭ এর ফাটিয়া গিয়াছে ঠোঁট।
৭ বলিল,"ভাই ৮,"আমাকে মারিলে কেন?"
৮ বলিল,"আমি তোমার বড়,সেকথা ভুলোনা যেন।"
তারপর আর কি!
৭,৬ কে; ৬,৫ কে মারতে রাখল না বাকি।
৫,৪ কে; ৪,৩ কে মারল যে খুব জোরে।
৩,২ কে; ২,১ কে মারল ধরে ধরে।
স্বাভাবিকভাবেই এখন ১,০ কে মারার কথা।
কিন্তু ১ না মেরে তাহাকে,দূর করিল নিষ্ঠুরতা।
অতঃপর,১ ও ০ মিলিয়া করিল এমন কাজ!
যা দেখিয়া বাকি অঙ্কগুলোর মাথায় পড়িল বাজ।
১,০ কে ডানে বসাইয়া গঠন করিল দশ(১০),
এখন তাহারা হইয়া গেল,বাকি অঙ্কগুলোর বস।
সবাই অবাক হইয়া গেল এমন কান্ড দেখে!
৯ ভাবিল,এবার দশ আমায় মারবে নাকি?
কিন্তু ১০,অঙ্ক ৯ কে করিয়া দিল ক্ষমা;আর বলিল,"ছোট বলে কাউকে অবহেলা করো না।"
চরম শিক্ষা পাইল রে ভাই,বাকি অঙ্কগুলো।
এখানে কিন্তু পুনরায় একতার জয় হলো।
১ ও ০ প্রমান করিল,বল আছে একতাতে।
ছোট-বড় ভেদাভেদ ভুলিয়া,কাজ করো একসাথে।