স্কুল জীবন
চলছে নারে জীবন আমার সোজা পথে হায়।
কোথায় আছিস স্কুল জীবন আবার ফিরে আয়।।
জীবন যেন থেমে গেছে কোনো গতি নাই।
দুরন্ত সেই স্কুল জীবন কোথায় গেলে পাই।।
কখনো বাস সাইকেল চড়ে সকল বন্ধু মিলে।
স্যারের আগেই যেতাম চলে ক্লাস ধরবো বলে।।
ক্লাসের  মাঝে বকাবকি নানা কথা নিয়ে।
লাগতো ভালোই স্যারের বকা গেলেই ধরা খেয়ে।।
টিফিন হলেই বন্ধু মিলে পিছন বেঞ্চে যাওয়া।
যে যা খাবার এনেছে সব ভেঙে চুরে খাওয়া।।
টিফিন শেষে মনটা সবার ভারী হয়ে পরে।
একটু পরেই ছুটির ঘন্টা ফিরতে হবে ঘরে।।
বাড়ি ফিরে একা লাগে রাত্রি জেগে  রই।
কখন যাবো স্কুল আবার করতে রে হইচই।।
সেসব কথা মনে করে দু চোখ ভিজে যায়।
কোথায় আছিস স্কুল জীবন আবার ফিরে আয়।।