তোমায় একটি মিথ্যে কথা বলবার ছিল।
এরপর কথা ছিল এর সত্যতা দেখানোর।
কিন্তু আমি তো প্রতিজ্ঞা করেছি,
আর কখনো কাউকে মিথ্যে বলব না।
তাই তোমাকে আজ কিছু বলতে পারছি না।


বিশ্বাস করো, আমি আজ সত্য বলছি,
আমি কবি, আমি মিথ্যেবাদী,
আমার রক্তের প্রতিটি বিন্দুতে মিথ্যে মিশে আছে।
আমি দুরাশার ভেরীতে মিথ্যের ফেরি করি প্রতিদিন।
আর কাব্যের ভাষায় করি তার বিজ্ঞাপন।


আবার আমি মিথ্যের পথেই ফিরে যাচ্ছি।
কারন মিথ্যে আমায় শিখিয়েছে
কিভাবে প্রতি মুহুর্তে সম্মুখে সত্য চলে আসে,
কোন সাহসে স্বীকার হয়ে যায় স্বীয় অপরাধ!
কিভাবে পিঞ্জিরাবদ্ধ পাখিকে মুক্ত করে
ছেড়ে দেওয়া হয় অজগরের মুখে।


আমি মিথ্যেবাদী, আমি বারবার তোমায় মিথ্যে বলেছি।
তাই শেষবারের মত আরো একটি মিথ্যে বলতে চাই।
জানি তুমি আমায় বাঁধা দেবে না;
তবুও আমি আজ বাঁধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত।
কারন মিথ্যের কাছেই আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ,
আমি আর কখনো মিথ্যে বলব না।